Ad

[New | Easy] এখন Action Trick এ Google এ সহজে বাংলা সার্চ করুন এবং (Google এ) কোন সার্চ এর ২য় পৃষ্টা সহ সব পৃষ্টায় যান | (সহজে, ফ্রি’তে বের করুন আপনার কাংখিত সার্চ)।

সূপ্রিয়, পাঠক! কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
যারা “ফ্রি বাউজিং” করতেছেন তারা ত মনে হয় মোটামোটি ভালোই আছে। আর যারা জানেন না, তারা পোষ্টি দেখে নিতে পারেন।
আর যারা বর্তামানে চালাচ্ছেন তাদের কিছু সমস্যা পোহাতে হয়। যেমনঃ বাংলা ভাষা লেখা যায়না, ২য় পৃষ্টা সহ অন্যান্য পৃষ্টা সমূহে যাওয়া যায় না!
এ নিয়ে আগে Md Mahfiz ভাই একটি পোষ্ট করেছিলেন। এটিতে অনেকের উপকার হয়েছে। আর ঐ পদ্ধোতি ছিল একটু কঠিন।
আর আমি অলরেডি একটি পোষ্ট লেখে নিয়েছিলাম (শুধু পালবিশ করার বাকি ছিল), এখন হঠাত দেখি উপরের সার্চবক্স গায়েব। ত এখন ত আর ঐ নিয়মে হবে না! তাই আরেক নতুন নিয়ম বের করলাম। (অবশ্য কষ্ট করে পোষ্ট টি লেখেছিলম, তা ত আর এখন কাজের না।)


আজকে দেখাবো কিভাবে আপনি “সহজে বাংলা সার্চ করতে পারবেন ও Google এ ২য় পৃষ্টা সহ সব পৃষ্টায় যেতে পারবেন।

এখানে আমি প্রথমে দেখাব কিভাবে বাংলা সার্চ করবেন। দ্বিতীয়ত দেখাব কিভাবে ২য় পৃষ্টা সহ অন্যান্য পৃষ্টায় যাবেন।
প্রথমে Action Trick এ গিয়ে ফ্রি বাউজিং এর এখানে যান তারপর, গুগলে ঢুকার পর যে কোন English শব্দ লেখে সার্চ করুন। (নিচের মতো)

 ↓↓

লেখার পর সার্চ দেন। ↓↓


এখন গুগলের সার্চ বক্সে আপনার কাংখিত সার্চটি লেখে সার্চ দেন। (নিচে দেখেন বাংলা সার্চ হয়েছে)


এভাবে আপনি খুব সহজে বাংলায় সার্চ করতে পারবেন।
এখন আসা যাক ২য় পৃষ্টায় যাওয়ার ব্যাপারে।
এর আগে আপনাকে কিছু সূত্র দেখে নিতে হবে। ↓
• ১ম পৃষ্টা = 00
• ২য় পৃষ্টা = 10
• ৩য় পৃষ্টা = 20
• ৪র্থ পৃষ্টা = 30
এভাবে…
উপরের ছবিতে দেখছেন যে, বর্তমানে এটি প্রথম পৃষ্টায় আছে।
এখন আপনাকে ২য় পৃষ্টায় যাওয়ার জন্য কিছু Edit করতে হবে।
প্রথমে ব্রাউজার (Enter URL) বক্সে যান। তারপর URL এর সবশেষে লিখেন ↓↓ (এখানে কোন কিছু কাঁটতে হবে না)

“             &start=()&=N             ”

এখানে আপনাকে “()” এর যায়গায় 10 দিতে হবে (২য় পৃষ্টায় যাওয়ার জন্য)। আর ৩য় পৃষ্টায় যাওয়ার 20 দিতে হবে। (সূত্র অনুসারে) আর বাকি সব ঠিক থাকবে।

↑ ব্রাউজার বক্স (Enter URL) এ যাওয়া হলো।

২য় পৃষ্টা যাওয়ার জন্য উপরের লেখাটি লেখা হলো।

এখন উপরে দেখেন, ২য় পৃষ্টায় চলে এসেছি।
(নিচে আরেকটা প্রমাণ)

এভাবে আপনি সহজে বাংলা সার্চ সহ ২য় পৃষ্টা, ৩য় পৃষ্টা সহ সব পৃষ্টায় যেতে পারবেন।

ত এখন কোন ঝামেলা ছাড়া ব্রাউজিং করতে থাকুন – Google এর সাথে।

(© Labib | কোন কপি পেষ্ট নয়)

Post a Comment

0 Comments